×
South Asian Languages:
ইরান, 1 ফেব্রুয়ারী 2012
আন্তর্জাতিক পরমাণু শক্তি নিয়ন্ত্রণ সংস্থার উপ মহাসচিব গেরমান নাকেরত্স ইরানের তিন দিনের সফর সেরে ফিরে এসে সফরকে ভাল বলেছেন. প্রসঙ্গতঃ, কোন রকমের বিশদ বিবরণই উনি দিতে চান নি, শুধু বলেছেন সামনে এখনও অনেক কাজ ও আসন্ন ভবিষ্যতে ইরানে আরও একটি এই সংস্থার প্রতিনিধি দলের সফরের সম্ভাবনা বাদ দেওয়া যায় না. বিষয়টি নিয়ে বিশদ করে লিখেছেন আমাদের সমীক্ষক ভ্লাদিমির সাঝিন.
ইরানের শাসক কর্তৃপক্ষের আন্তর্জাতিক পারমানবিক শক্তি এজেন্সীর সাথে তিনদিন ব্যাপী আলাপ-আলোচনা প্রায় নিস্ফল হয়েছে. স্থানীয় সংবাদসংস্থা ফার্সের বক্তব্য অনুযায়ী, ইরান সফরকালে এজেন্সীর ৬ জন প্রতিনিধির মধ্যে কেউ কোনো পারমানবিক শক্তি কেন্দ্র পরিদর্শন করতে যায়নি. উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও দিনক্ষণ নির্দ্ধারিত হয়নি.
খনিজ তেলের দাম বেড়ে ১১০ ডলারের বেশী হয়েছে. এই বিষয়ে ঘোষণা করেছেন খনিজ তেল রপ্তানী কারক দেশ গুলির সংস্থার সাধারন সম্পাদক আবদাল্লা সলেম আল- বাদরি লন্ডনের সম্মেলনে. তাঁর ধারণায় খনিজ তেলের ব্যারেল পিছু দাম ১০০ ডলারের মতো হওয়া উচিত্. সমস্যার সমাধানের জন্য নিষেধাজ্ঞা কোন ভাল পথ নয় বলে তিনি বিশ্বাস করেন.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
ফেব্রুয়ারী 2012
ঘটনার সূচী
ফেব্রুয়ারী 2012
5
12
19
26