২০১২ সালে রাশিয়া এক রাজনৈতিক সংশোধনের প্রতীকী বছর পার হয়েছে, যা শুরু হয়েছিল দিমিত্রি মেদভেদেভের উদ্যোগে তাঁর রাষ্ট্রপতিত্বের মেয়াদের শেষ দিকে. বাস্তবে পরিবর্তনের সত্যিকারের বিস্তার ও তার রূপায়নের আকৃতি দিয়েছেন দেশে মার্চ মাসে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত ভ্লাদিমির পুতিন.