মালিতে ইসলামীরা তাদের পান্ডা আবদেলহামিদ আবু জেইদের নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে, তবে তাদের আর এক শিখন্ডী মোক্তার বেলমোক্তার জীবিত আছে বলে দাবী করছে. গত সপ্তাহে ইফোঘাস পাহাড়ে ফরাসী বোমাবর্ষনের ফলে আবু জেইদ নিহত হয়েছে বলে আল-কায়িদার বেনামী এক প্রতিনিধির সূত্র ধরে সাহারা মেডিয়াস সংবাদসংস্থা এই খবর জানিয়েছে. তার কথায়, বেলমোক্তার জীবিত ও লড়াই চালিয়ে যাচ্ছে.