×
South Asian Languages:
খেলাধূলা নভেম্বর 2013

প্যারাঅলিম্পিকের খেলোয়াড়রা এবারে তাদের প্রতিযোগিতা শুরু জন্য উল্টোদিকে দিন গুনতে শুরু করেছেন. তাদের প্রতিযোগিতা শুরু হতে এখন একশ দিনেরও কম সময় রয়েছে, কিন্তু সোচী তৈরী হয়ে গিয়েছে শারীরিক ভাবে প্রতিবন্ধী খেলোয়াড় ও ফ্যানদের আজই স্বাগত জানানোর জন্য. এখানের ষ্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা ও স্কি করার জায়গার সবচেয়ে ভাল অবস্থা প্রমাণ হয়ে গিয়েছে সাতটি পরীক্ষামূলক প্রতিযোগিতা দিয়ে. এখানে খেলোয়াড়রা মূল্যায়ণ করতে সক্ষম হয়েছেন শুধু প্যারাঅলিম্পিকের জন্য তৈরী জায়গাগুলোর তৈরী নিয়ে নয়, বরং সারা শহরেরই, আর নিজেরাই প্রমাণ পেয়েছেন যে, সোচী শুধু তাঁদের জন্যই আরামদায়ক হবে না, এমনকি ফ্যানদের জন্যও হবে.

০১৪ সালের শীতকালীন অলিম্পিকের মুখ্য টিকিট-কেন্দ্র সোমবার মস্কোয় খুলেছে. এ কেন্দ্র অবস্থিত রেড স্কোয়রের অদূরে একটি শপিং সেন্টারে.

আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি)সভাপতি টমাস বাখ বলেছেন, আসন্ন সোচী শীতকালিন অলিম্পিক গেমস অত্র অঞ্চলসহ পুরো রাশিয়ার সার্বিক উন্নয়নে বিরাট অবদান রাখবে। বুধবার এক সংবাদসম্মেলনে তিনি এ কথা বলেন।

শীত অলিম্পিকের ইতিহাসে সোচীর সমুদ্রতীরের খেলোয়াড়দের বসতি – সবচেয়ে সুবিধাজনক জায়গা. এই বিষয়ে আয়োজকরা জোর গলায় বলতে পারছেন, এই ঘোষণা আবার বিভিন্ন জাতীয় দলের প্রতিনিধিরাও সমর্থন করছেন. অলিম্পিকের পার্ক থেকে এই গ্রাম মাত্র কয়েক মিনিট পায়ে হাঁটা পথের দূরত্বে. সুতরাং খেলোয়াড়দের এখানে দ্রুত ট্রেনিং অথবা কোন প্রতিযোগিতায় পৌঁছবার জন্য কোন রকমের সমস্যাই হবে না, আর তার পরেই নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য.

১. সোচীর ইতিহাস থেকে

যেখানে পর্যটন ও স্বাস্থ্যোদ্ধার কেন্দ্র সোচী শহর এখন রয়েছে, সেখানে মানুষের বসবাস শুরু হয়েছে প্রায় চার লক্ষ বছর আগে, আর সেই প্রাচীন যুগের মানুষদের এখানে রয়ে যাওয়ার কিছু চিহ্ন এখনও দেখতে পাওয়া যায়, যেমন আখ্শতীর গুহা কন্দরে.

বাইকোনুর কসমোড্রোম থেকে আজ রওনা হয়ে “সোয়ুজ” মহাকাশযান নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে.

রাশিয়ার স্কেটিং দৌড়ের খেলোয়াড় দেনিস ইউসকভ ক্যালগারি শহরে ৩০০০ মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছে বলে খবর দিয়েছে টুইটারের পাতায় এই শহরের অলিম্পিকের ট্র্যাকের অ্যাকাউন্ট্যাট. ইউসকভ অলিম্পিক দূরত্ব না হলেও এই ধরনের খেলায় বহু রকমের বিষয়ে প্রতিযোগিতা করা খেলোয়াড়দের প্রস্তুতি পর্বে ৩ মিনিট ৩৪. ৩৭ সেকেন্ড সময়ে এই দূরত্ব অতিক্রম করেছে.

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক (রিজার্ভ ব্যাঙ্ক) ১০০ রুবল দামের এক নতুন ব্যাঙ্ক নোট বাজারে ছেড়েছে. আসন্ন দিনগুলোতে দেশের সমস্ত এলাকাতেই এই নতুন রুবল দেখতে পাওয়া যাবে.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2013
ঘটনার সূচী
নভেম্বর 2013
1
2
4
5
6
9
10
11
12
13
14
16
17
18
19
21
22
23
24
26
27
29
30