×
South Asian Languages:
সমাজ জীবন 18 অক্টোবর 2013

অবশেষে চেলিয়াবিনস্কের উল্কাকে জলের তলা থেকে তোলা গেছে. চেবারকুল হ্রদের গভীরে দেড়মাস ধরে এর সন্ধান চলছিল. যখন আর কোনো আশা প্রায় বাকি ছিল না, তখন সৌভাগ্যবশত সবচেয়ে বড় খন্ডটাকে পাওয়া গেছে. তার ওজন ৬০০ কিলোগ্রামের কাছাকাছি, সঠিক ওজন জানানো সম্ভব হচ্ছে না, কারণ দাড়িপাল্লা তার ওজন সামলাতে না পেরে ভেঙে পড়েছে.

গত ২৩ বছরের মধ্যে ফিলিপাইনের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ২২ জন নিঁখোজ রয়েছে। দেশটির প্রশাসনের বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস শুক্রবার এ খবর জানিয়েছে। এর আগে খবর নিহতের সংখ্যা ১৫০ জন বলা হয়েছিল।

ভারতের পূর্ব উপকূলে গত শনিবার আসা “ফাইলিন” ঝড়ে ৪৩ জন নিহত হয়েছে. 

রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টর স্কেলে এর মাত্রা ছিলো ৩ দশমিক ৪।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
অক্টোবর 2013
ঘটনার সূচী
অক্টোবর 2013
6
7
26