×
South Asian Languages:
সমাজ জীবন 22 আগষ্ট 2013

মালয়শিয়ার একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহতের সংখ্যা ৩৭ জনে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে।

কৃষক অভ্যুত্থাণে প্রবুদ্ধকারী দন নদের উপকূলবর্তী কাজাকদের অন্যতম গোষ্ঠীশিখন্ডী স্তেপান রাজিনের (১৬৩০-১৬৭১) নামের সাথে অসংখ্য কল্পগাথা জড়িত. তার দেহাবসানের শত শত বছর পরেও ধুরন্ধর আতামানের নামে বহুবিধ লোকগাথা বানিয়ে প্রচার করা হতো, যে নাকি নিষ্ঠুর জমিদারদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়েছিল. ১৯০৮ সালে তোলা প্রথম রুশী ফিল্মটিও ছিল তারই সম্পর্কে.

মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারক বৃহস্পতিবার জেলখানা থেকে, যেখানে তিনি কাটিয়েছেন দু বছরের উপর, মুক্ত হওয়ার পরে, তাঁকে পাঠানো হবে কায়রোর একটি সামরিক হাসপাতালে. 

রাশিয়ার দূরপ্রাচ্যের খাবারোভস্ক অঞ্চলে আমুর নদীর জলের মান বৃহস্পতিবার সকালে ছিল ৭০২ সেন্টিমিটার,

আগষ্ট 2013
ঘটনার সূচী
আগষ্ট 2013