×
South Asian Languages:
সমাজ জীবন 28 জুন 2013
সি.আই.এ কয়েক বছর ধরে বৈদ্যুতিন ডাক ব্যবস্থার প্রতি নজর রাখত, সারা পৃথিবীতে তথ্য সংগ্রহ করত, লিখেছে বৃটিশ পত্রিকা “গার্ডিয়ান” এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে. তথ্য সংগ্রহ করা হত প্রতি তিন মাসে বিশেষ কর্মসূচির কাঠামোতে, যে কর্মসূচি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার প্রশাসনের দ্বারা অনুমোদিত, উল্লেখ করেছে পত্রিকাটি.
মার্কিনী সিনেট অভিবাসন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করেছে, শুক্রবার জানিয়েছে বি.বি.সি. মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার দ্বারা সমর্থিত এ দলিলে ১৩ বছরের সময় সীমা নির্ধারণ করা হয়েছে, যে সময়ের মধ্যে মার্কিনী নাগরিকত্ব দেওয়া হতে পারে প্রায় ১ কোটি ১০ লক্ষ বেআইনী অভিবাসীকে, যারা দেশের ভূভাগে বাস করছে.
খুব তাড়াতাড়ি সিরিয়ার বিরোধ শান্ত হওয়ার কোনও লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না, তাই রেড ক্রস পরিকল্পনা নিয়েছে সিরিয়াতে পরবর্তী কালেও মানবিক সাহায্য দেওয়ার. এই ব্যাপারে বৃহস্পতিবারে সংস্থার প্রধান পিটার মাউরের ঘোষণা করেছেন.
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013