×
South Asian Languages:
সমাজ জীবন 21 জুন 2013
মুম্বাইয়ে আবারও ভবন ধ্বসে পড়েছে। এবার থানে এলাকায় একটি ভবন ধ্বসে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত ও
ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বন্যা ও ধ্বসের পরে প্রায় ১৪ হাজার জন নিখোঁজ বলে মনে করা হচ্ছে, শুক্রবার জানিয়েছে স্থানীয় “এন.ডি.টি.ভি” টেলি-চ্যানেল. আরও ৬০ হাজার অধিবাসী বিপর্যয়কর অবস্থায় পড়েছে. শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের সংখ্যা ১৮০ জন ছাড়িয়ে গেছে, তবে স্থানীয় কর্তৃপক্ষ মনে করে যে, তাদের সংখ্যা হাজারে হিসেব হতে পারে.
নিকারাগুয়ায় দুর্ঘটনায় পড়েছে “মি-১৭” মার্কা সামরিক হেলিকপ্টার, যাতে ছিলেন ১০ জন যাত্রী, সেই সঙ্গে – সামরিক সদর দপ্তরের অধিকর্তা, কর্নেল মানুয়েল লোপেস, গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল চেস্টার ভার্গাস এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আল্ডো এরেরা. স্থানীয় প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনা ঘটেছে রাজধানী মানাগুয়ার উত্তর-পশ্চিমে এক হ্রদে.
বৃহস্পতিবারে সন্ধ্যার সময়ে কায়রো শহরের উত্তরে দিসুক শহরে মুসলমান ভাইদের সঙ্গে স্থানীয় জনতার লড়াইতে তিনশ জনেরও বেশী আহত হয়েছে.
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013