×
South Asian Languages:
সমাজ জীবন 18 জুন 2013
ইন্টারনেটে এক আন্তর্জাতিক প্রকল্প শুরু হয়েছে – নাম দশ হাজার লেখকের মতে সুখ. এই সাইট ভেবে বার করেছে মস্কোর দুই ছাত্র. তারা সমস্ত ইচ্ছুক লোকদের বলছে ছোট করে একটা প্রবচন লিখতে, যে সুখ মানে কি. দেখা গেল যে, এই প্রোজেক্ট খুব দ্রুতই জনপ্রিয় হয়েছে – এর মধ্যেই এর অংশীদার হয়েছে হাজার দুয়েক লোক.
    'নাসা' মঙ্গল গ্রহে ২০২০ সালে পাড়ি দেওয়ানোর উদ্দেশ্যে প্রথম আট জন আমেরিকানকে বাছাই করলো. 'নাসা' প্রচারিত কম্যুনিকে এই সম্পর্কে জানাচ্ছে.     আট জন সৌভাগ্যবান ও সৌভাগ্যবতীদের মধ্যে চার জন নারী ও চার জন পুরুষ. সফল প্রার্থীরা দেড় বছর ধরে কঠিনতম মনস্তাত্বিক ও শারিরীক পরীক্ষা দিয়ে গেছেন এবং মেডিক্যাল বোর্ডের বিভিন্ন টেস্ট অতিক্রম করেছেন.
    ভারতের উত্তরাঞ্চলে হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে প্রবল বৃষ্টি ও তদজনিত পাহাড়ী ভূমি ধ্বস ও বন্যার প্রকোপে এখনো পর্যন্ত অন্তত ষাট জন প্রাণ হারিয়েছে. মুষলধারে বৃষ্টিতে গঙ্গা ও তার শাখা নদীগুলোতে বান এসেছে. উত্তরাখন্ডে অবস্থিত তীর্থস্থানগুলিতে হাজার হাজার পুণ্যার্থী পৌঁছাতে পারেনি. দুর্বিপাকের শিকার লোকজনকে আপাতত আশ্রয় দেওয়া হয়েছে স্থানীয় স্কুল ও কলেজ বাড়িগুলোতে.
    রাজধানীর শিক্ষা দফতর নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে মহাকাশবিদ্যা চর্চা স্কুলে আবশ্যকীয় পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করতে চলেছে. মহাকাশচারীরা মহাকাশ থেকে সরাসরি স্কুলপড়ুয়াদের শিক্ষা দেবেন. এ রকম মাস্টার-ক্লাস নবীন সম্প্রদায়কে পুনরায় মহাকাশ নিয়ে মেতে উঠতে সাহায্য করবে.     ইতিমধ্যেই মহাকাশচারীদের শিক্ষাদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে.
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013