×
South Asian Languages:
সমাজ জীবন 10 জুন 2013
সোমবারে ভারতের মুম্বাই শহরের মাহিম এলাকায় প্রবল বর্ষণের পরে একটি চার তলা বাড়ীর একাংশ ধ্বসে পড়েছে. আশঙ্কা আছে যে, বাড়ীর আরও কিছু বাসিন্দা ধ্বংস স্তূপের তলায় রয়েছেন, খবর দিয়েছে আইবিএন টেলিভিশন চ্যানেল. ঘটনাস্থলে ত্রাণ কার্য চলছে, আটটি দমকলের গাড়ী পৌঁছেছে. বেশীর ভাগ লোক, যাঁরা এই বাড়ীতে আটকা পড়েছেন, তাঁরা হয় বৃদ্ধ নতুবা শিশু.
শ্রীলঙ্কার উপকূল অঞ্চলে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ফলে নিহত হয়েছে ৩১ জন, আরও ৩৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, সোমবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা. নিহত ও আহতদের মধ্য বেশির ভাগই জেলে, যারা হঠাত্ আসা এ ঝড়ের সময় উপকূলের কাছে মাছ ধরছিল. কিছু সংখ্যক এখনও পর্যন্ত নিখোঁজ. তাদের অনুসন্ধান চালানো হচ্ছে. এ ঝড়ের ফলে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে.
    প্রথম মহাকাশযাত্রী নারী ভালেন্তিনা তেরেশকোভার মহাকাশে পাড়ি দেওয়ার ৫০ বছর পূর্ণ হবে আগামী ১৬ই জুন. মহাকাশে প্রথম পদক্ষেপ, রেকর্ড, আবিষ্কার - সবকিছুর কৃতিত্বই রুশী-সোভিয়েত মহাকাশচারীদের.     সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া থেকে বিগত ৫০ বছরে তিনজন নারী মহাকাশে পাড়ি দিয়েছিলেন - ভালেন্তিনা তেরেশকোভা ১৯৬৩ সালে, তার উনিশ বছর পরে স্ভেতলানা সাভিত্স্কায়া, আর তারও ১২ বছর পরে ইলেনা কনদাকোভা.
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013