×
South Asian Languages:
সমাজ জীবন 29 এপ্রিল 2013
ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় কার্ফিউ জারি করা হয়েছে, সেখানে সোমবার ব্যাপক বিশৃঙ্খলার পরে, যাতে দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে. এ সম্বন্ধে জানিয়েছে ভারতের প্রচার মাধ্যম. সকালে মাইলাপাথার বসতিকেন্দ্রে পাওয়া যায় রবিবার নিখোঁজ হওয়া ৫০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা পশু-পালক. অনুমান করা হচ্ছে যে, তাকে হত্যা করা হয়েছে.
সোমবার সকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে, যেখানে আর্টিলারীর গোলা রাখা ছিল, অগ্নিকাণ্ড ঘটেছে. বিস্ফোরণ শোনা গিয়েছিল অনেক দূর থেকে, জানিয়েছে “এন.ডি.টি.ভি” টেলি-চ্যানেল. এ সামরিক প্রকল্প অবস্থিত উড়িষ্যা রাজ্যের চন্দ্রপুরে রকেট চাঁদমারির অদূরে. এ সংস্থার কর্মীরা আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসে রাস্তায়. অগ্নিকাণ্ডের জায়গায় পৌঁছেছে ১৩টি দমকল গাড়ি.
মাত্র এক ঘন্টা আগে চেখ রাজধানী প্রাগের একেবারে কেন্দ্রস্থলে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে খবর দিয়েছে সংবাদ মাধ্যমে. এখন
বাংলাদেশে ভবন ধ্বসে পড়া জায়গায়, যেখানে উদ্ধার-কর্মীরা ধ্বংস স্তূপের তলা থেকে বেঁচে থাকা লোকেদের বার করছে, সেখানে অগ্নিকাণ্ড শুরু হয়েছে. ধ্বংস স্তূপের তলা থেকে বার করে আনা এক মহিলা এ অগ্নিকাণ্ডে মারা গিয়েছে. আগুন ধরেছে উদ্ধার-কর্মীদের দোষে: তারা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছোনোর জন্য লোহার টুকরো কাটছিল আর তার স্ফুলিঙ্গ থেকেই আগুন লেগেছে. ঐ মহিলার মৃত্যু ছাড়া তিনজন উদ্ধার-কর্মীও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে.
এপ্রিল 2013
ঘটনার সূচী
এপ্রিল 2013