×
South Asian Languages:
সমাজ জীবন 1 এপ্রিল 2013
রাশিয়ার বিজ্ঞানীরা বৈকাল হ্রদে এক বিরল পরীক্ষার ব্যবস্থা করেছেন. বিশ্বের সবচেয়ে গভীর হ্রদের নীচে তাঁরা জলের নীচের ভূমিকম্প নির্ণয় করার স্টেশন বসিয়েছেন. এই স্টেশন থেকে পাওয়া তথ্য ভূমিকম্প শুরু হওয়ার বেশ কয়েক দিন আগেই পূর্বাভাস দিতে পারবে.
চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ধ্বসের জায়গায় একনাগাড়ে চতুর্থ দিন উদ্ধার-কাজ চলছে. পাহাড়ী অঞ্চলে এ ধ্বসের ফলে ৮৩ জন মাটির তলায় চাপা পড়ে. সোমবার স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে যে, এখনও পর্যন্ত ২১ জনের দেহ উপরে তোলা সম্ভব হয়েছে. তিব্বতের প্রশাসনিক কেন্দ্র লাসা থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে সোনার খনির কর্মীদের বসতির উপর দিয়ে গত শুক্রবার কর্দম প্রবাহ বয়ে গিয়েছিল.
ছেলেমেয়েদের সন্ধ্যার পরে বাড়িতে থাকাই বাঞ্ছনীয়. দেখা যাচ্ছে, যে পারিবারিক নৈশভোজ বয়স, লিঙ্গ ও সমৃদ্ধির মান নির্বিশেষে সুফল দেয়. বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন. রাশিয়ার মনস্তত্ত্ববিদেরাও এর সঙ্গে একমত. মানুষের জীবনে বয়ঃসন্ধিকালের মতো জটিল পর্যায় আর নেই. মনে হয়, কদিন আগেও ছেলেটা বাধ্য ছিল, শান্ত, আদুরে ছিল, মা-বাবার ও শিক্ষকের সব চাহিদা পূরণ করতো.
এপ্রিল 2013
ঘটনার সূচী
এপ্রিল 2013