ফিলিপাইন্সের বুনাওয়ান শহরের পশুশালায় মারা গেছে পৃথিবীর সবচেযে বড় কুমীরটি. এ্যাসোশিয়েটেড প্রেস সংবাদসংস্থা এই খবর জানিয়েছে. লোলঙ নামের কুমীরটির দৈর্ঘ্য ছিল ৬,১৭ মিটার, ওজন এক টনের ওপরে. নগরপাল এডউইন কক্স এলোর্ড গল্প করেছেন, যে লোলোঙয়ের বয়স হয়েছিল ৫০ বছরের বেশি আর তার মৃত্যুর কারন হচ্ছে ঐ অঞ্চলের পক্ষে ভীষন ঠান্ডা আবহাওয়া.