×
South Asian Languages:
সমাজ জীবন 30 জানুয়ারী 2013
কুয়েতের আমির সাবা আল-আহমেদ আল-জাবের বুধবার সিরিয়ার জনগণকে ৩০ কোটি ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছেন. এল-কুয়েতে শুরু হওয়া আন্তর্জাতিক দান সম্মেলন, যেখানে সিরিয়ার জন্য অর্থ সংগ্রহ করা হবে, সেখানে বান-কি-মুন এই দানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন. জাতিসংঘের সাধারন সম্পাদক সিরিয়ার অধিবাসীদের সাহায্য বাবদ বাড়তি অর্থ দান করার অনুরোধ জানিয়েছেন দাতা-রাষ্ট্রগুলির কাছে.
অস্ট্রেলিয়ার সিডনিতে রাশিয়ার অ্যাডভেঞ্চার ভক্তদের অভূতপূর্ব ভ্রমণ সুসম্পন্ন হয়েছে. ১০-১২ শতকে স্লাভিয়ানদের তৈরী করা কাঠের নৌকার আদলে বানানো ‘রুসিচে’ চড়ে তারা সাগর ও মহাসাগর দিয়ে ২৬ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে. রুসিচের ক্যাপ্টেন সের্গেই সিনেলনিকের কথায় – এরকম নৌকায় চড়ে এর আগে আর কেউ রাশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়নি. হ্যাঁ, অবশ্যই প্রাচীনকালে স্লাভিয়ানদের নৌকা কখনো সবুজ মহাদেশে পৌঁছায়নি.
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013