রাশিয়ার এফএসবি নতুন অদৃশ্য ফ্রন্ট খুলতে যাচ্ছে. রুশ ফেডারেশনের রাষ্ট্রপতির নির্দেশনামা অনুসারে এফএসবি তৈরি করবে নির্ণয়, সতর্কীকরন ও নির্মূল করার রাষ্ট্রীয় ব্যবস্থা. আজ দেশের তথ্য রসদের উপর কম্পিউটার হামলার আশঙ্কা কতখানি গুরুতর, সে বিষয়ে ‘রেডিও রাশিয়া’কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন বিশেষজ্ঞরা. ভারচ্যুয়াল পরিমন্ডলে যুদ্ধ আর কল্পকাহিনী নয়.