×
South Asian Languages:
সমাজ জীবন 14 জানুয়ারী 2013
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকন্ঠে তানগেরাঙ্গে রোববার একটি নির্মাণাধীন ভবনের ক্রেনে চাপা পড়ে তিন শ্রমিক নিহত ও আরও একজন আহত হয়েছে. দেশটির ইংরেজি দৈনিক জাকার্তা পোষ্ট আজ সোমবার এ খবর জানিয়েছে. সূত্র জানায়, ক্রেনটি ভেঙ্গে পড়ার সময় শ্রমিকরা নিচে কাজ করছিল. পুলিশ ঘটনার তদন্ত করছে.        
লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রী সোমবার কুম্ভ মেলার গঙ্গাস্নান করছে. এ কুম্ভ মেলা হয় ১২ বছরে একবার ভরতের এলাহাবাদ শহরের কাছে পৃথিবীর বৃহত্তম ধর্মীয় উত্সবের কাঠামোতে. এ উত্সব চলবে ৫৫ দিন ধরে, এবং এতে সমবেত হয় রেকর্ড সংখ্যক লোক. এ বছরে এ মেলায় ১০ কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে.
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013