×
South Asian Languages:
সমাজ জীবন 27 ডিসেম্বর 2012
গুলি ছোঁড়ার অস্ত্র নির্মাণে রাশিয়ার কিম্বদন্তী মানুষ মিখাইল কালাশনিকভের স্বাস্থ্যের গুরুতর অবনতির খবর বাড়িয়ে বলা ব্যাপার. এই গুলিকে অসত্য বলে নাম দিয়েছেন তাঁর ব্যক্তিগত জীবন কাহিনীর লেখক আলেকজান্ডার উঝানভ. তাঁর কথামতো তিনি কালাশনিকভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ও এই বিখ্যাত নির্মাতার কন্ঠস্বর সব সময়ের মতই ছিল প্রফুল্ল.
রাশিয়ার ক্যালেণ্ডারে – আজ ত্রাণ কর্মী দিবস. সেই সমস্ত লোকদের আজ পেশাগত উত্সবের দিন, যাঁদের পেশাকে একটুও না বাড়িয়ে বলা যেতে পারে বীরের কাজ. যেখানেই মানুষের সহায়তার প্রয়োজন, সেখানেই তাঁরা পৌঁছে যান সবার আগে: ভেঙে পড়া বাড়ীর নীচে, ঝলসানো আগুনের মাঝে, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ী বা বাসের ভিতরে, ডুবে যাওয়া এলাকায়.
ফিলিপাইনে আসা ভুকঙ্গ নামে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং আরও তিনজন এখনও নিখোঁজ, বৃহস্পতিবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ. শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, সামার দ্বীপের মধ্যাঞ্চলে তিনজন নিহত হয়েছে, যখন একটি গাছ তাদের বাড়ির উপর ভেঙ্গে পড়ে.বাকি নিহতরা এবং নিখোঁজ ব্যক্তিরা জলের ভীষণ স্রোতে ভেসে গেছে. জানানো হচ্ছে যে, অন্ততপক্ষে ৬ হাজার লোক রয়েছে উদ্ধার-কেন্দ্রে.
গাড়িনির্মাতা ‘মিত্সুবিশি’ জানুয়ারী মাস থেকে জাপানে ‘আউটল্যান্ডার’ গাড়ির একটি এমন হাইব্রিড মডেল বিক্রি করতে শুরু করবে, যার ব্যাটারি প্লাগ- পয়েন্ট থেকে চার্জ নেবে. কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছে, যে এটা হবে বিশ্বে প্রথম এরকম ল্যান্ড ক্রুইজার গাড়ি. মডেলটির মুল বৈশিষ্ট্য হবে, যে পেট্রোলের ইঞ্জিন সুইচ ওভার করে লিথিয়াম ব্যাটারি থেকে চার্জ নিতে পারবে ইলেকট্রিক গাড়ির মতো.
ভারতের ভারচ্যুয়াল সুপারহিরো বলরাম ভাই – যে ভারতবর্ষে যক্ষ্মারোগের বিরূদ্ধে প্রচারকান্ডে মুখ্য নায়ক – তার এবার সাহায্য জুটতে পারে. রাশিয়ার সাইবেরিয়াস্থিত ইর্কুত্স্ক শহরে বিজ্ঞানীরা যক্ষ্মারোগের নিরাময়ের জন্য নতুন ওষুধ খুঁজে বার করেছেন. ওষুধটির নাম দেওয়া হয়েছে – ‘পারক্লোজোন’. ইর্কুত্স্কের বিজ্ঞানীরা ২৫ বছর ধরে এমন একটা মলিক্যুলের সন্ধান করেছেন, যা যক্ষ্মারোগ সারাতে পারবে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2012
ঘটনার সূচী
ডিসেম্বর 2012
17