×
South Asian Languages:
সমাজ জীবন 14 ডিসেম্বর 2012
বেনামে অন্যের নামে দুর্নাম দিয়ে যারা চিঠি লেখে তাদের ও যারা অন্যের স্বত্ত্ব চুরি করে তাদের ধরার জন্য রাশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি ব্যবস্থা তৈরী করার জন্য বায়না দেওয়া হয়েছে, যা কোন লেখার লেখককে ও এমনকি স্থির করতে যে, কি রকমের মানসিক পরিস্থিতিতে সে এই চিঠি লিখেছে, তা ধরতে সাহায্য করবে.
ফিলিপাইনে এ বছরের সবচেয়ে শক্তিশালী পাবলো টাইফুনে ৯০৬ জন মারা গেছে. নিখোঁজ ব্যক্তিদের তালিকায় এখনও ৯৩২ জন রয়েছে, আহত হয়েছে প্রায় ২৭০০ জন. আগে ৭১৪ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছিল. বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এ টাইফুন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৫৫ লক্ষ লোক. সংরক্ষিত ও অপসারিত কেন্দ্রগুলিতে রয়েছে গৃহহারা সাড়ে আট লক্ষেরও বেশি লোক.
বৃহস্পতিবারে একটি মাইন লাগানো মোটরগাড়ী দামাস্কাস শহরের উপকণ্ঠে ফেটেছে, আট জন ঘটনা স্থলেই নিহত, খবর দিচ্ছে ফ্রান্স প্রেস সংস্থা – সিরিয়ার জাতীয় সংবাদ মাধ্যমকে উত্স হিসাবে জানিয়ে. বেশী ভাগ নিহত মানুষই মহিলা ও শিশু. ঘটনার বিশদ বিবরণ পাওয়া যায় নি. বৃহস্পতিবারে এর আগে বলা হয়েছিল যে, দামাস্কাসের দক্ষিণে কাতানা শহরে বোমা ফেটেছে.
পাশা নামের এই সিংহী উত্তর আফ্রিকার জিম্বাবোয়ে রাষ্ট্রের হারারে শহরের একটি জাতীয় সংরক্ষিত উদ্যানে থাকে. উদ্যানের প্রতিনিধিরা বলেছেন যে, এর আগে পর্যন্ত চিনে একমাত্র একসাথে অনেকগুলি সিংহ শাবক একসাথে জন্মানোর খবর ছিল: ছয়টি. সাধারণত আফ্রিকার এই হিংস্র পশু দুটি ও খুব কম সময়ে একসাথে চারটি শাবকের জন্ম দেয়.
রাশিয়া, চিন ও আরও ছয়টি দেশ রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক বৈদ্যুতিন যোগাযোগ জোটে এক প্রস্তাব এনেছে, যেখানে ইন্টারনেটের উপরে জাতীয় নিয়ন্ত্রণ বৃদ্ধির কথা বলা হয়েছে. এই বিষয়ে খবর দিয়েছে ব্লুমবর্গ সংস্থা দুবাই শহরে এই জোটের আন্তর্জাতিক সম্মেলনের খবর সম্বন্ধে জানাতে গিয়ে এই খবর দিয়েছে.
২০৪৩ সালেই আমেরিকায় সাদা চামড়ার লোকের সংখ্যা আর সব থেকে বেশী থাকবে না, এই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা পরিসংখ্যান ব্যুরো থেকে. ব্যুরোর বিশেষজ্ঞদের মতে সাদা চামড়ার লোক সংখ্যা কমে যাওয়ার কারণ হবে দেশে লাতিন আমেরিকা থেকে আসা লোকদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলেই.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2012
ঘটনার সূচী
ডিসেম্বর 2012
17