বুয়েনস-আইরেসে বন্দরে আগুন লেগেছে, যার ফলে কীটনাশক দ্রব্যে বোঝাই একটি কন্টেনার বিস্ফারিত হয়েছে. তার দরুন সারা শহর ঢাকা পড়েছে বিষাক্ত গ্যাসের মেঘে. বেশ কিছু লোক বমি বমি ভাব, মাথা ঘোরা, গলা জ্বলুনি, শ্বাসকষ্টের অভিযোগ নিয়ে চিকিত্সকদের শরণাপন্ন হয়েছে. শহরের বিমানবন্দর অচল রাখা হয়েছে, রেলপথে যোগাযোগও হ্রাস করা হয়েছে.