×
South Asian Languages:
সমাজ জীবন 2 ডিসেম্বর 2012
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি মেওন বাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত সমস্যা সমাধান ও সবুজ পরিবেশ গড়ে তুলতে রাশিয়া, চীন ও কোরিয়া একত্রে মিলিতভাবে কাজ করতে পারে. বেশ কয়েকটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন.
মিশরের দক্ষিণাঞ্চলে রোববার পর্যটকদের বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনায় স্বীকার হলে এতে ৭ জন নিহত হয়েছে. নিহতদের মধ্যে ৪ জন জার্মান পর্যটক ও ৩ জন মিশরীয় ট্যুর গাইড রয়েছে. এছাড়া আরও ২ জন বিদেশী পর্যটক গুরুতর আহত হয়েছে. স্থানীয় পুলিশ জানায়, হুরগাদা-সাফাগা মহাসড়কে দুটি মাইক্রোবাসের মধ্যে সংধর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে. বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2012
ঘটনার সূচী
ডিসেম্বর 2012
17