×
South Asian Languages:
সমাজ জীবন 9 নভেম্বর 2012
মস্কোতে “দেমিদভ” পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে. রাশিয়ার “নোবেল প্রাইজ” – যা বেসরকারি ভাবে এই পুরস্কারকে বলা হয়ে থাকে – তা এই বারে পাচ্ছেন তিন জন অ্যাকাডেমিশিয়ান: ইভগেনি প্রিমাকোভ ইভগেনি আভরোনিন ও ইলিয়া মইসেয়েভ. এই পুরস্কার উনবিংশ শতকে ধনী শিল্পপতি পাভেল দেমিদভ ঘোষণা করেছিলেন ও তিনিই তাঁর নিজের অর্থ এই কারণে দিতেন.
নিউ-ইয়র্ক ও নিউ-জার্সি বিমানবন্দরে তুষার-পাতের জন্য প্রায় দেড় হাজার বিমান-যাত্রা বাতিল করা হয়েছে. সেখানে “নোসিস্টার” ঝড়ের দরুণ আবার ব্যাহত হয়েছে বিদ্যুত্ সরবরাহ. বিদ্যুত্-রহিত অবস্থায় রয়েছে প্রায় পাঁচ লক্ষ লোক. এক দিনেরও কম সময়ে তিন মাসের মানের সমান তুষার-পাত হয়েছে.
গুয়াটেমালায় বুধবারের ভূমিকম্পে নিহতদের সংখ্যা ৫২ জনে পৌঁছেছে. আরও ২২ এখনও নিখোঁজ. ক্ষতিগ্রস্তদের সংখ্যা ১২ লক্ষ, অনেকেই বিদ্যুত্ ও জল সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত. এ ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজারেরও বেশি বসত-বাড়ি, তার অনেকগুলিই বাসের অযোগ্য হয়ে পড়েছে. রাষ্ট্রপতি অট্টো পেরেস মোলিনা বলেছেন যে, এটি বিগত ৩৬ বছরে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প. ভূমিকম্পের ছিল ৭.
গ্রেট-বৃটেনের প্রায় অর্ধেক অধিবাসী ইউরোসঙ্ঘ থেকে দেশের বের হওয়ার পক্ষে মত প্রকাশ করছে. এ ধারণার বিপক্ষে মত প্রকাশ করছে এক তৃতীয়াংশেরও কম অধিবাসী. এর প্রমাণ দেয় YouGov কোম্পানির দ্বারা পরিচালিত জনমত সংগ্রহের ফলাফল.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2012
ঘটনার সূচী
নভেম্বর 2012
6
15