×
South Asian Languages:
সমাজ জীবন 5 নভেম্বর 2012
“রুশ জাতীয়তাবাদীদের” রবিবারের মস্কো শহরের কেন্দ্রের মিছিল ও সমাবেশে কোন রকমের সিরিয়াস ঘটনা ঘটে নি. সংবাদ সংস্থা “ইন্টারফ্যাক্স” জানিয়েছে যে, এই সমাবেশ শেষ হয়েছে স্থানীয় সময় বিকেল চারটেয়, প্রশাসনের সঙ্গে এই রকমের চুক্তিই ছিল. মধ্য এশিয়ার দেশ গুলি থেকে রাশিয়াতে বহু শ্রমিক আসে বলেই সমাবেশে এই দেশ গুলির সঙ্গে ভিসা ব্যবস্থা চালু করার দাবী তোলা হয়েছে.
ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় গত কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন. স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বার্তাসংস্থা ইএএনএস সোমবার এ খবর জানিয়েছে. গত সপ্তাহে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানে সামুদ্রিক ঝড় নিলম. এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা.
মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তর পূর্বে খুবই কড়া ঠাণ্ডা পড়েছে, এখান দিয়েই তাণ্ডব করে গিয়েছিল স্যাণ্ডি. এখন রাতের তাপমাত্রা প্রায় শূণ্য ছুঁইছুঁই, রবিবারে ইন্টারফ্যাক্স সংস্থা এই খবর দিয়েছে. পরিস্থিতি এই এলাকায় জ্বালানী ও বিদ্যুতের অভাবে জটিল হয়েছে. সত্যই এবারে ঠাণ্ডা লাগছে – এই কথা সাংবাদিকদের বলেছেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবের্গ.
উদ্ধারকারী জাহাজ রুবিনের নাবিকরা অখোত সমুদ্রে এমন কিছু দেখতে পেয়েছেন, যা গত সপ্তাহে হারিয়ে যাওয়া জাহাজ আমুরস্কায়া হতে পারে, খবর দিয়েছে রাশিয়ার বিপর্যয় নিরসন দপ্তর থেকে. প্রথমে বে – ২০০ বিমান এক টহলের সময়ে জলে তেল ভাসতে দেখে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2012
ঘটনার সূচী
নভেম্বর 2012
6
15