আপনারা শুনছেন আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান – রাশিয়ার আদ্যোপান্ত. স্টুডিওয় ভাষ্যকার জামিল খান. এই অনুষ্ঠানে আমরা রাশিয়ার প্রসঙ্গে আপনাদের প্রেরিত প্রশ্নাবলীর উত্তর দিয়ে থাকি. সেই জন্যই ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে ও মরিশাসে আমাদের নিয়মিত শ্রোতাদের কাছে অনুরোধ যত বেশি সম্ভব প্রশ্ন পাঠানোর. লিখুন কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান. আর আমরা চেষ্টা করবো বিশদে আপনাদের প্রশ্নাবলীর উত্তর দিতে.