×
South Asian Languages:
সমাজ জীবন 10 সেপ্টেম্বর 2012
ভারতের পূর্বাঞ্চলে বিহার রাজ্যে সোন নদীতে সোমবার সকালে লোকে ভরা একটি নৌকা ডুবে যায়. এ নৌকাডুবিতে অন্ততপক্ষে ছয়জন মারা গেছে, প্রায় ২০ জন এখনও নিখোঁজ, জানিয়েছে “আই.এ.এন.এস” সংবাদ এজেন্সি. নৌকাডুবির জায়গায় অনুসন্ধান ও উদ্ধারের কাজ চালানো হচ্ছে. নৌকায় ১৪ জনের জায়গা চিল, কিন্তু তাতে ছিল ৪০ জন যাত্রী.
সেপ্টেম্বর 2012
ঘটনার সূচী
সেপ্টেম্বর 2012