×
South Asian Languages:
সমাজ জীবন 6 আগষ্ট 2012
সম্প্রতি চীনের উত্তর-পুবে “দামরেই” টাইফুন আসায় অন্ততপক্ষে নয় জন নিহত হয়েছে এবং আরও চার জনের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায় নি, জানিয়েছে স্থানীয় প্রচার মাধ্যম. প্রধাণত ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের উত্তর-পূর্ব প্রদেশ লিয়াওনিন, যেখানে বন্যার ফলে রেল-যোগাযোগে বিঘ্ন ঘটছে. এই টাইফুনের ফলে মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লক্ষেরও বেশি মানুষ.
জাপান আজ হিরোসিমায় ৬৭ বছর আগে পারমাণবিক বোমা বর্ষণে নিহতদের স্মৃতি-তর্পণ করছে. এ বিপর্যয়ে এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল. পরম্পরা অনুযায়ী স্মৃতি সমারোহ শুরু হয় ঠিক সেই মুহূর্তে, যখন জাপানের এ শহরের উপর ১৯৪৫ সালে মার্কিনী বোমারু বিমানের দ্বারা বর্ষণ করা পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল. স্থানীয় শান্তি পার্কে এক মিনিটের মৌনতা পালিত হবে ঘন্টাধ্বনির সাথে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2012
ঘটনার সূচী
আগষ্ট 2012
4
10
25