ভারতের আসাম রাজ্যে মুষলধারে বৃষ্টির দরুণ দেখা দেওয়া ভীষণ বন্যায় ১৮ জন মারা গেছে. এটি ছিল বিগত আট বছরে সবচেয়ে ভীষণ বন্যা. আসামের দক্ষিণাঞ্চলে আড়াই হাজারেরও বেশি লোক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, জানিয়েছে স্থানীয় প্রচার মাধ্যম. আসামের কৃষি মন্ত্রী নীলমণি সেন ডেকা-র কথায় আঞ্চলিক প্রশাসনগুলি বন্যাপীড়িতদের জন্য ১৫৪টি তাঁবুর শিবির খুলেছে.