প্রিয় শ্রোতারা, শুরু করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠাণ – 'রাশিয়ার আদ্যপান্ত'. এই অনুষ্ঠানটি সংকলন করেছেন নিনা রুকাভিশনিকোভা, আর গ্রন্থনায় ল্যুদমিলা পাতাকি ও কৌশিক দাস. এই অনুষ্ঠাণে আমরা রাশিয়া সম্পর্কে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি. সেইজন্যেই আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মরিশাসের শ্রোতাদের অনুরোধ করছি যত বেশি সম্ভব প্রশ্ন পাঠাতে. আমাদের অনুষ্ঠানের শরিক হোন.