×
South Asian Languages:
সমাজ জীবন 9 এপ্রিল 2012
সোমবার মিশরে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ ঘটেছে, যে পাইপ লাইন মারফত মিশরের গ্যাস যায় জর্ডানে এবং ইস্রাইলে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ. বিস্ফোরণটি ঘটেছে সিনাই উপদ্বীপে আল-আরিশ শহরের কাছে. এটি হল ২০১১ সাল থেকে, অর্থাত্ রাষ্ট্রপতি হোসনি মুবারকের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর সময় থেকে শুরু করে চতুর্দশ বিস্ফোরণ.
সাইবার অপরাধের বিষয়ে সামগ্রিক ভাবে শক্তি প্রয়োগ না করলে ইন্টারনেট হবে বিশ্ব জোড়া এক ভারসাম্য নষ্ট করে দেওয়ার মতো শক্তি. তাই ইউরোপীয় সঙ্ঘের পক্ষ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কেন্দ্র সৃষ্টির ঘোষণা শুধু স্বাগতম জানানোই যেতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা. কিন্তু এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন পড়বে সমস্ত দেশের সক্রিয় সহযোগ.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
এপ্রিল 2012
ঘটনার সূচী
এপ্রিল 2012
14