×
South Asian Languages:
সমাজ জীবন 23 ফেব্রুয়ারী 2012
বিশেষ ধরনের ত্রাণের জন্য জাহাজ – পোত তৈরী করা হবে জাপানে ও তা রাখা হবে দেশের সমুদ্র উপকূলে, যাতে ত্সুনামির সময়ে স্থানীয় মানুষরা তাতে আশ্রয় নিতে পারেন. সেখানে  ২০ থেকে ৫০ জন লোকের জন্য খাওয়ার জল ও খাবার দাবার থাকবে, যাতে প্রাথমিক সময় কাটানো সম্ভব হয়.
নাসা সংস্থার তরফ থেকে বুধবারে জানানো হয়েছে যে, সৌর জগতের বাইরে পৃথিবীর চেয়ে ২, ৭ গুণ বড়, ঘন বায়বীয় স্তর ও অনেক বেশী জলের ভান্ডার সহ একটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছে. এর আগে বিজ্ঞান এই ধরনের মহাকাশের কোন গ্রহের খবর জানতে পারে নি.
বৃহস্পতিবারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে ভারতীয় কাশ্মীর অঞ্চলে পাহাড়ে ধ্বসে চাপা পড়ে নয় জন সৈনিক নিহত ও বেশ কিছু লোক নিখোঁজ. ভারতীয় ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এলাকায় সামরিক বাহিনীর ঘাঁটির কাছে দাওর ও সোন মার্গে পাহাড়ে ধ্বস নেমেছে. জানানো হয়েছে যে, বর্তমানে বরফের নীচ থেকে ভারতীয় সেনা বাহিনীর পনেরো জন সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে.
বৃহস্পতিবারে এই কাজ আবার শুরু করা সম্ভব হয়েছে. কুরিল দ্বীপপূঞ্জের কাছে এই কারাকুমনেফত্ কোম্পানীর ট্যাঙ্কার আটকে পড়েছিল. রাশিয়ার বিপর্যয় ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন যে, আপাততঃ একটি পাইপ দিয়েই জ্বালানী বের করে নেওয়া হচ্ছে, কোন রকমের খনিজ তেলের দূষণ পরিবেশে হয় নি. এই কাজের জন্য ৮৭ জন কর্মী ও ৩০টি যন্ত্র ব্যবহার করা হচ্ছে.
এই দিনে রাশিয়ার লোকেরা দেশের সমস্ত সৈনিক, নাবিক ও ভেটেরানদের সম্মান ও মর্যাদা প্রদর্শন করে থাকেন. রাজধানী, বীরত্বের পদক প্রাপ্ত শহর ও সমস্ত কেন্দ্রীয় শহর গুলিতে কয়েক শোরও বেশী আনুষ্ঠানিক ঘটনা ঘটছে ও সাক্ষাত্কার হচ্ছে. সন্ধ্যায় উত্সবের স্যালুট হিসাবে আকাশে বাজী পোড়ানো হবে তিরিশ বার.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
ফেব্রুয়ারী 2012
ঘটনার সূচী
ফেব্রুয়ারী 2012
26