×
South Asian Languages:
সমাজ জীবন 24 অক্টোবর 2011
মানব অধিকার রক্ষা সংস্থা “হিউমান রাইটস ওয়াচ” লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় পরিষদকে আহ্বান জানিয়েছে সির্ত শহরে কর্নেল মুয়ম্মর গদ্দাফির পক্ষসমর্থকদের ব্যাপক হত্যা তদন্ত করার. এ সম্বন্ধে বলা হয়েছে সোমবার প্রকাশিত সংস্থার সাইটে. সংস্থা সির্তে একটি খালি হোটেলে ৫৩টি শবদেহ পেয়েছে, সম্ভবত গদ্দাফির পক্ষসমর্থকদের, যাদের গুলি করে হত্যা করা হয়েছে.
তুরস্কের দক্ষিণ-পুবে ওয়ান প্রদেশে রবিবার দুটি ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছে. দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইদ্রিস নইম সাহিনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহতদের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে. আমাদের “রেডিও রাশিয়ার” সংবাদদাতা আনাতোলি কোরিতস্কি জানাচ্ছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের সংখ্যা এক হাজার জনের উপর. উদ্ধার কাজ চালানো হচ্ছে. ভূমিকম্পের কেন্দ্রস্থলে বহুসংখ্যক ভবন ধ্বংস হয়েছে, যাতে আছে অফিস ভবন, বসতবাড়ি এবং ছাত্রাবাস.
অক্টোবর 2011
ঘটনার সূচী
অক্টোবর 2011
7