×
South Asian Languages:
সমাজ জীবন 30 আগষ্ট 2011
আজ পাকিস্তানে লাহোরের কাছে দুটি ট্রেণের সরাসরি সংঘর্ষে অন্ততঃ পাঁচ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন. স্থানীয় সংবাদ প্রচার মাধ্যমের সূত্রে প্রকাশ, যে অধিকাংশ আহতই সংকটজনক অবস্থায়. রেলকর্মীরা সময়মতো সবুজ সংকেতের বদলে লাল সংকেত জ্বালাতে না পারার জন্যই এই দুর্ঘটনা ঘটে. এই কারনেই পেশোয়ার থেকে করাচী গামী মালবাহী ট্রেণ একটি যাত্রীবাহী ট্রেণের পেছনে এসে ধাক্কা মারে.
অব্যাহত বৃষ্টি এবং ব্যাপক ভূমিধ্বসের কারনে মুম্বাইয়ে গত সপ্তাহে অন্ততঃ ১৫ জন মারা গেছেন. বন্যায় মেট্রো সিটির খুব বড় ক্ষয়ক্ষতি হয়েছে. সরকারী যানবাহন, সরকারী দপ্তর ও বেসরকারী বাণিজ্য কোম্পানিগুলি বন্ধ রয়েছে. আজ নগর কতৃপক্ষ এ কথা জানিয়েছে. এর প্রাক্কালে রেললাইন জলে ডুবে যাওয়ার জন্যে মফস্বলে ৬৩০টি ইলেকট্রিক ট্রেন এবং ১০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করতে হয়.
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
13
20