×
South Asian Languages:
সমাজ জীবন 26 জুলাই 2011
তুরস্কের ইউরোপীয় অংশে সোমবার সন্ধ্যায় ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে, জানিয়েছে বসফোর বিশ্ববিদ্যালয়ের ভূকম্প অধ্যয়ন কেন্দ্র. ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল টেকিরদাগ প্রদেশের কাছে মর্মর সাগরে ৮.৪ কিলোমিটার গভীরতায়. মর্মর সাগরের গোটা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই সঙ্গে ইস্তাম্বুলেও, জানিয়েছে স্থানীয় টেলি-চ্যানেলগুলি. তুরস্কের যথেষ্ট অংশ সক্রিয় ভূকম্পনের এলাকায় অবস্থিত, তাই সেখানে প্রায়ই ভূমিকম্প হয়.
নরওয়েতে ডবল সন্ত্রাস চালানোয় অভিযুক্ত আন্ডের্স ব্রেইভিক সোমবার আদালতের বৈঠকে নিজের দোষ স্বীকার করে নি. প্রথম রুদ্ধদ্বার শুনানীতে সে বলে যে, নরওয়ে তথা ইউরোপকে বাঁচাতে চেয়েছিল. নিজের ম্যানিফেস্ট অনুযায়ী ব্রেইভিক ইউরোপের ইস্লামীকরণের বিরুদ্ধে সংগ্রাম করছে. সন্দেহভাজনের গ্রেপ্তারী পরোয়ানার মেয়াদ আট সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে.
জুলাই 2011
ঘটনার সূচী
জুলাই 2011
1
3