×
South Asian Languages:
সমাজ জীবন 10 এপ্রিল 2011
আজ ১০ এপ্রিল,সমোলেনস্কীর অদূরে পোলিশ বিমান টিউ-১৫৪ বিধ্বস্ত হওয়ার ঠিক ১ বছর পূর্ণ হল.বিমানে অবস্থানরত পোলিশ প্রেসিডেন্ট লেখ কাচিন্সকী ও তার স্ত্রী এবং পোল্যান্ডের উচ্চপদস্থ রাজনীতিবীদসহ মোট ৯৬ জন যাত্রীর সবাই ঐ দূর্ঘটনায় নিহত হয়.এই প্রতিনিধি দলের সদস্যরা ১৯৪০ সালে নিহত পোলিশ সামরিক কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে কাতিনে যাচ্ছিলেন.
 জাপানের সামরিক বাহিনী মার্চ মাসে ভূমিকম্প ও সুনামিতে নিহতদের মৃতদেহ তল্লাশীর কাজ পূর্ণমাত্রায় শুরু করেছে.বর্তমানে নিহতের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৯১৫ জন ও নিখোঁজ রয়েছে ১৪ হাজার ৯২১ জন.জাপানের প্রতিরক্ষামন্ত্রনালয় জানিয়েছে যে,এই উদ্ধার কাজে ২২ হাজার জাপানী  ও ১১০ জন মার্কিন সেনা সদস্য অংশ নিয়েছে.উদ্ধারকর্মীরা ভূমিকম্প আঘাতহানা এলাকায় স্থল ও জলপথে তল্লাশী চালাবেন.
আজ ১০ এপ্রিল.ঠিক ১ বছর পূর্বে সমোলেনস্কীর উপকন্ঠে বিমান দূর্ঘটনার প্রানহানির সেই দিনের কথা রাশিয়া আজ স্মরণ করছে.ঐ বিমান দূর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিনকিসহ বিমানে অবস্থানরত ৯৬ জনের সবাই নিহত হয়.উল্লেখ্য,৭০ বছর পূর্বে নিহত পোলিশদের সমাধিতে শ্রদ্ধা জানাতে পোল্যান্ডের একটি প্রতিনিধি দল সমোলেনস্কী উপশহরের কাতিন মেমোরিয়ালে যাচ্ছিল.
এপ্রিল 2011
ঘটনার সূচী
এপ্রিল 2011