×
South Asian Languages:
সমাজ জীবন 17 ডিসেম্বর 2010
ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য কুড়ি লক্ষেরও বেশী প্রশ্ন পৌঁছেছিল. এই বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী নবম বার সরাসরি সম্প্রচারের সময়ে রুশ লোকেদের সঙ্গে কথা বলেছেন. চার ঘন্টা ২৫ মিনিট সময়ে প্রধানমন্ত্রী জনগনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৮ টি প্রশ্নের উত্তর দিয়েছেন. ভ্লাদিমির পুতিন মনে করেন যে, রাশিয়ার অর্থনীতি সঙ্কট পূর্ব অবস্থায় পৌঁছবে ২০১২ সালের প্রথম অর্ধের আগেই.
রাশিয়ার রাষ্ট্রপতি দমিত্রি মেদভেদেভ প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়ায় চরমপন্থার কঠোর শাস্তি দেওয়া হবে. রাষ্ট্রনেতা টুইটারে নিজের ব্লগে লিখেছেন, “রাশিয়া - বহুজাতিক দেশ. যারা বিশৃঙ্খলা আয়োজনের চেষ্টা করছে তাদের তা মনে রাখা উচিত. চরমপন্থার কঠোর শাস্তি দেওয়া হবে”. ১১ই ও ১৫ই ডিসেম্বর মস্কোয় অননুমোদিত আন্দোলনের সময় জাতীয়তাবাদী স্লোগানও শোনা গেছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2010
ঘটনার সূচী
ডিসেম্বর 2010
12
20
21