বৈজ্ঞানিকেরা বিপদের সঙ্কেত দিয়েছেন বিশ্বের গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে. গত একশ বছরে এই বৃদ্ধি হয়েছে ০, ৪৬ ডিগ্রী. বিশ্বের তাপমাত্রা যদি ২ ডিগ্রী বাড়ে – বিশ্বে প্রত্যাবর্তনের অযোগ্য পরিবর্তন ঘটতে চলেছে. যাতে এই চরম পরিণতির চিত্রনাট্য বাস্তবায়িত না হতে পারে, একবিংশ শতাব্দীর মধ্য ভাগে সর্বমোট পরিবেশ দূষণের পরিমানকে কমিয়ে ১৯৯০ সালের তুলনায় অর্ধেক করতেই হবে.