রাশিয়ার নোবেল বিজয়ীদের বই রাখার আলমারীতে এখন নোবেল পদক শোভা পাচ্ছে.রাশিয়ার পদার্থ ইন্সটিটিউটের সম্মান ডিগ্রী পাওয়া দুই নোবেল বিজয়ী আন্দ্রেই গেইম ও কনস্তানতিন নোভাসেলোভ সুইডেনের রাজা কার্ল ষোড়শের হাত থেকে নোবেল বিজয়ের সম্মনসূচক সনদপত্র ও স্বর্নের মেডেল গ্রহন করেন.পৃথিবীর সর্বাপেক্ষা অতি সূক্ষ মজবুত ও পাতলা পদার্থ গ্রাফিন আবিষ্কারের জন্যই দুই বিজ্ঞানী নোবেল পুরষ্কারে ভূষিত হন.