×
South Asian Languages:
সমাজ জীবন 1 আগষ্ট 2010
এই ঘোষণা আজ করা হয়েছে, সবচেয়ে বেশী বিপজ্জনক জায়গা নিঝনি নভগোরদ অঞ্চল, সেখানে হাওয়ার প্রবল বেগের জন্য প্রতি মিনিটে ১০০ মিটার গতিতে আগুন ছড়িয়ে পড়ছে. বেশ কিছু গ্রাম সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে, ৩০ জন মারা গিয়েছে. পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ রাজ্য গুলির রাজ্যপালদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন, তাঁদের কাছে অবিলম্বে গৃহহীণ ও ক্ষতিগ্রস্থদের সাহায্য দেওয়ার কথা বলেছেন.
এই জায়গা গুলিতে ৮০০টিরও বেশী জায়গা আগুনে জ্বলছে. তার মোকাবিলা করতে ২০ হাজারেরও বেশী লোক পাঠানো হয়েছে. বহু জায়গাতে আগুন নেভানো বা আয়ত্বে আনা সম্ভব হয়েছে. বিপর্যয় নিরসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে গত এক দিনে ৭০ টি নতুন জায়গায় পচা পাতার মণ্ডে আগুন লেগেছে.
চীনের নদী সুনগারিতে বন্যার ফলে বহু বিষাক্ত রাসায়নিক পদার্থ সমেত বিপজ্জনক ড্রাম পড়েছে ও সেগুলি আমুর নদীর দিকে আসছে, তাই রাশিয়ার সীমান্ত প্রহরা দেওয়ার জন্য একটি সীমান্ত রক্ষী জাহাজ রাখা হয়েছে বলে রিয়া নোভস্তি সংস্থা খবর দিয়েছে.
বৈকাল হ্রদের নীচে গভীর জলে ডোবার উপযুক্ত মীর নামের যন্ত্রে চেপে রাশিয়ার লোকসভার সদস্য আরতুর চিলিঙ্গারভ ও ভ্লাদিমির গ্রুজদিয়েভ আজ দেখতে যাচ্ছেন. তাঁদের লক্ষ্য এই হ্রদের সবচেয়ে গভীর অংশের মাপ নেওয়া, রিয়া নোভস্তি সংস্থা খবরটি দিয়েছে. এই ডুব দেওয়াটি তাঁদের উত্তর মেরুতে ডুব দেওয়ার তৃতীয় বছর উদযাপনের দিনটির সাথে একই দিনে হচ্ছে.
২০০৯ সালে চীনে প্রায় ৫০০০ লোককে মেরে ফেলা হয়েছে বলে ইতালির এক হ্যান্ডস অফ চেইন নামে বেসরকারি সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে. দ্বিতীয় স্থানে রয়েছে ইরান, সেখানে মারা হয়েছে ৪০২ জনকে. তারপরই ইরাক – সেখানে ২০০৮ সালের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাত্ ৭৫ জনকে মারা হয়েছে.মার্কিন যুক্তরাষ্ট্র তেও ৫২ জনকে অপরাধী বলে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছে ২০০৯ সালে.
রাশিয়ার জাতীয় পোষাক অদ্ভূত সুন্দর, সাধারন ও সহজ. মেয়েদের জন্য লম্বা জামা, তার উপরে চওড়া ঘাঘরা. ছেলেদের বিরাট চওড়া প্যান্ট তার উপরে হাঁটু অবধি ঝুল জামা. কোমরে বেল্ট দিয়ে বাঁধা. জাতীয় পোষাকের বহু জিনিসই আজও নতুন মডেলের জামা কাপড়ে ব্যবহার করা হচ্ছে.
দাবানলে ও অন্যান্য নানা ধরনের প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ফলে রাশিয়াতে পরিস্থিতি উদ্বেগ জনক হয়েছে ও বর্তমানে সামরিক বাহিনীকে তার মোকাবিলা করতে বলা হয়েছে. রাশিয়ার বিপর্যয় নিরসন মন্ত্রণালয়ের প্রধান সের্গেই শইগু বলেছেন যে, দেশের ১৭টি অঞ্চলে অবস্থা আরও জটিল হতে পারে.
আগষ্ট 2010
ঘটনার সূচী
আগষ্ট 2010