ভ্লাদিমির পুতিন নিঝেগোরদ প্রদেশে (ভোলগা অঞ্চলে) পৌঁছেছেন, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে. এ অঞ্চলে পরিস্থিতি গুরুতর উদ্বেগ জাগাচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের জরুরী বৈঠক আহ্বান করেছেন. অগ্নিকান্ডের কারণ হল আসাধারণ গরম, যা প্রায় একমাস ধরে পড়েছে কেন্দ্রীয় রাশিয়ায় এবং ভোলগা অঞ্চলে. নিঝেগোরদ প্রদেশে বিগত একদিনে আগুন ধ্বংস করেছে দুটি বসতিকেন্দ্র, প্রায় ৫৫০টি বাড়ি পুড়ে গেছে.