প্রায় এক মাস হতে চলল আবহাওয়ার পূর্ব্বাভাষ শোনাচ্ছে যেন রেহাই পাওয়ার উপযুক্ত ঠাণ্ডা কে কোন সুযোগ না দিয়ে নিষ্ঠুর আদালতের রায়ের মতো. ইউরোপে এবারের গরম সমস্ত ধারণা যোগ্য রেকর্ড ভেঙে দিয়েছে. মস্কো শহর এখন সত্যিকারের বিষুবরেখার কাছের শহরের মতো, তাপমাত্রা তিরিশ ডিগ্রী সেলসিয়াসের বহু উপরে, আবার বলা হয়েছে, এটাই শেষ নয়.