বৈকাল হ্রদে সোমবার থেকে নতুন জল-পর্যটন পথ খুলছে. এয়ার-কুশান সম্বলিত আরামদায়ক লঞ্চ ইর্কুত্স্ক থেকে রওনা হবে চিভিরকুই খাঁড়ির দিকে, যা পৃথিবীর সবচেয়ে গভীর মিঠে জলের হ্রদের পূর্ব উপকূলে অবস্থিত. বৈকাল অঞ্চলে সবচেয়ে বেশি লোকে যে সব জায়গা দেখতে যায়, এটি তারই একটি. কিন্তু অনেক দূর এবং খারাপ রাস্তার জন্য সেখানে পৌঁছোনো বেশ মুস্কিল.