×
South Asian Languages:
সমাজ জীবন 13 জুলাই 2010
এই নিয়ে ষষ্ঠবার এই উত্সবের আয়োজন হয়েছিল. সাইবেরিয়াতে এর নাম দেওয়া হয়েছিল বিশ্বের আত্মা. তাতে ১৫০ জন শিল্পী রাশিয়া, ভারত, সের্বিয়া, চেখ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশ নিয়েছিলেন. সবচেয়ে পরিবেশ সংরক্ষণ বিষয়ে উপযুক্ত পুতুল নাচ ভারতের শিল্পীরা তাঁদের ছোট্ট নীল গ্রহ নামের পুতুল নাচের মাধ্যমে দেখিয়েছেন বলে সমালোচক ও দর্শকেরা একমত.
বন্যায় বহু এলাকা জলে ডুবে গিয়েছিল, ১৩ জন নিহত ও ৭ জন নানা ভাবে আহত হয়েছেন. ৩২টি এলাকায় বন্যার পর পুর সভার কর্মীদের বহু দিন পর্যন্ত অবস্থা স্বাভাবিক করতে কাজ করতে হবে. বিশেষজ্ঞদের মতে ২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য বহু এলাকায় বাড়তি পরিকাঠামো নির্মাণের কাজের জন্য খোঁড়া গর্ত এই বন্যায় ক্ষতির কারণ হয়েছে.
রাষ্ট্রপতির আবহাওয়া উপদেষ্টা আলেকজান্ডার বেরদিতস্কি এই খবর দিয়েছেন. রাশিয়ার ইউরোপীয় অংশের কেন্দ্রের ১৪টি অঞ্চলে ভীষণ গরম পড়েছে. খরায় ৯ মিলিয়ন হেক্টর জমির ফসল জ্বলে গেছে. কৃষকেরা বলছেন যে, খরার করণে তাঁরা ঋণ শোধ করতে সক্ষম হবেন না. মস্কোতেও বৃষ্টি না হয়ে গরম চলছে. প্রধান অনাময় চিকিত্সক গেন্নাদি অনিশেঙ্কো বলেছেন কয়েকটি দক্ষিণের দেশের মতই রাশিয়াতে দুপুরের পর বিশ্রামের ব্যবস্থা করতে.
জুলাই 2010
ঘটনার সূচী
জুলাই 2010