রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব তার সূদুর প্রাচ্যের দীর্ঘ সফরে আজ আমুরস্কয়ি উপশহরের রাজধানী ব্লাগাবেশেনস্কে পৌঁছেছেন.বিস্তারিত জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আন্দ্রেই গ্রিবানোব. সূদুর প্রাচ্যে রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরের দ্বিতীয় দিনে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে অত্র প্রদেশে নতুন প্রযুক্তি সরবরাহই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে.