ফুটবল সংস্থা গুলির আন্তর্জাতিক সংগঠন ফিফা রাশিয়াতে সেই সমস্ত শহরের কথা নির্দিষ্ট করে দিয়েছে, যেখানে ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা হতে চলেছে. এই শহর গুলির সংখ্যা ১১ – যেমন খেলাতেও অংশ নিয়ে থাকেন প্রতি দলে এগারো জন করেই খেলোয়াড়. প্রতিযোগিতার আয়োজন করার অধিকার পেয়েছে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচী, কাজান, ইকাতেরিনবুর্গ, নিঝনি নভগোরদ, সামারা, রস্তভ-অন-ডন, কালিনিনগ্রাদ, ভলগোগ্রাদ আর সারানস্ক.