“রেডিও রাশিয়ার” ডিজিট্যাল অডিও ব্রডকাস্টিং (ড্যাব) অনুষ্ঠান, যে তরঙ্গে এবার থেকে আমাদের শোনা যাবে, তার একটা উপস্থাপনা লন্ডনে ১২ই জুন রাশিয়ার দূতাবাসে করা হয়েছে. “লন্ডন থেকে “রেডিও রাশিয়া”” নামে এই অনুষ্ঠান এখন থেকে শোনা যাবে. ২০১২ সালের ২৬শে মার্চ থেকে এই অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে.