রুশ পরিবেশ বিজ্ঞানী ওলগা স্পেরানস্কায়া রাষ্ট্রসংঘ প্রদত্ত পরিবেশ সংরক্ষণ বিষয়ে "বিশ্বের রক্ষাকর্ত্রী" পুরস্কার পেয়েছেন. ২০০৫ সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে. এই পুরস্কার দেওয়ার সময় থেকে ৪৬ জন পুরস্কৃত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন – রাজনীতিবিদ, সংস্কৃতি জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং অবশ্যই পরিবেশ বিশেষজ্ঞরা.