ইতিহাসে সার্বভৌম রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি হিসাবে যিনি ছিলেন – তাঁর আজ জন্মদিন. ইকাতেরিনবুর্গে আজ ইয়েলতসিনের স্মৃতি স্তম্ভ বসানো হবে. মস্কোতে তাঁর পরিবারের লোকজন, বন্ধু বান্ধব ও সহকর্মীরা নভোদেভিচি কবর খানাতে তাঁকে চার বছর আগে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেখানে আসবেন শ্রদ্ধা জানাতে. সন্ধ্যায় বলশয় থিয়েটারে তাঁর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে.