ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য কুড়ি লক্ষেরও বেশী প্রশ্ন পৌঁছেছিল. এই বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী নবম বার সরাসরি সম্প্রচারের সময়ে রুশ লোকেদের সঙ্গে কথা বলেছেন. চার ঘন্টা ২৫ মিনিট সময়ে প্রধানমন্ত্রী জনগনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৮ টি প্রশ্নের উত্তর দিয়েছেন. ভ্লাদিমির পুতিন মনে করেন যে, রাশিয়ার অর্থনীতি সঙ্কট পূর্ব অবস্থায় পৌঁছবে ২০১২ সালের প্রথম অর্ধের আগেই.