বলিউড – বিশ্বে সবচেয়ে বড় সিনেমা বানানোর কারখানা. রুশবাসীদের বরাবর ওখানে উত্পাদিত বস্তুর প্রতি বিপুল আগ্রহ. তাদের আকর্ষণ করে শুধু কৌতূহলোদ্দীপক চিত্রনাট্যই নয়, আরও মনমাতানো ভারতীয় নাচ, গান, গায়ক ও নৃত্যশিল্পীদের মুন্সীয়ানা, তাদের রংচঙয়ে পোষাক-আষাক. এবার রুশবাসীদের স্বচক্ষে বলিউডকে দেখার সুযোগ এসেছে. মুম্বাই থেকে এই প্রথম মস্কোয় এসেছে ‘বলিউডের টিকিট’ নামক ট্রুপ.