ভারতের কর্তৃপক্ষ তিনটি বেসরকারী সংস্থার লাইসেন্স বাতিল করেছে, যারা “কুদানকুলাম” পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র চালু করার বিরুদ্ধে প্রতিবাদের উদ্যোক্তা ছিল. এ সম্বন্ধে বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রীয় মন্ত্রী শ্রীনারায়নস্বামী. তিনি বিদ্যুত্ কেন্দ্রকে ঘিরে পরিস্থিতি মীমাংসার প্রশ্ন নিয়ে দেখাশুনা করছেন. এ বিদ্যুত্ কেন্দ্রটি ভারতের তামিলনাডু প্রদেশে নির্মিত হচ্ছে রাশিয়ার অংশগ্রহণে.