দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান আগ্রাসকরা সোভিয়েত ইউনিয়ন থেকে দখল করে স্বদেশে নিয়ে গেছিল অমূল্য শিল্পসামগ্রী – অম্বরনির্মিত কক্ষ. এখনো পর্যন্ত সেটাকে খোঁজা হচ্ছে. ভাগ্যের পরিহাসে জার্মানীর রাজা ফ্রিডরিখ-উইলহেলম ১৭১৭ সালে এই বেনজির কক্ষটি উপহার দিয়েছিলেন রুশী জার প্রথম পিটারকে. ইউরোপের সবচেয়ে প্রতিভাবান কারিগররা ৮ টন সূর্যোজ্বল পাথর দিয়ে সুক্ষ অম্বরের প্যান্নো বানিয়েছিলেন ও তার উপর অলঙ্কারের মিনে করেছিলেন.